0 have signed.
Let’s get to 1000
Sign This Petition

Related Petitions

Petitions Home » Browse Petitions » বিমান বন্দরে বিড়াম্বনার বন্ধ হোক

বিমান বন্দরে বিড়াম্বনার বন্ধ হোক

আমরা যারা বিমান বন্দরে গিয়েছি তাদের অনেকের সাথে এমনটা হয়েছে হয়ত। যে আপনি আপনার লাগেজ বা ব্যাগ ঠিকমত পাচ্ছেন না, আর পেলেও ভিতরের জিনিস পত্রের অবস্তা শোচনীয়। কারণটা আমি নিজে সরে জমিনে না দেখলে বিশ্বাস করতাম না, যে আমাদের ব্যাগ গুলো এভাবে অবহেলার সহিত আছড়ে ছুড়ে ফেলে বিমান বন্দরের এসব দায়িত্বে থাকা লোকগুলো। তারা তাদের কাজে উদাসীন এবং দায়িত্বজ্ঞানহীন। তা নাহলে তারা তাদের গ্রাহক বা জনসাধারনকে  এমন সার্ভিস দিত না। এমনিতেই আমাদের নিজেদের ব্যাগ বুঝে নিতে বেশ বিড়াম্বনার শিকার হতে হয়। দেরিতে হাতে পাই। নিরধারিত সময়ে না। নিজ দেশের ভিতর যদি এই হয় তাহলে আর কই যাব বলেন? আর এরা আমাদের রেমিটান্স ভাইদের সাথে তো যাচ্ছে তাই বাব্যহার করে থাকেন। মনে হয় যেন তারা ফ্রিতে সার্ভিস নিতে এসেছে নয়তো তারা এটার যোগ্য নয় এমন। আরে ভাই মানুষকে তার প্রাপ্য সম্মান দেয়ার শিক্ষাটাই ওদের মধ্যে নেই। আমি আমার মনের ক্ষোভের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে একমত হলে সাড়া দিন, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্তা নিতে সহায়তা করুন।

Kanij Fatema

61 Views 0 Comments 0 Likes

Share This Petition

Letter